যুদ্ধ বন্ধ করুন, বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর, ২০২৩) গণভবনে জয়িতা টাওয়ার উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো যুদ্ধ চাই না। আমি একজন নারী রাজনীতিক বা প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন মা হিসেবে বিশ্বনেতাদের কাছে অনুরোধ করব—আপনারা বন্ধ করেন এই যুদ্ধ। বন্ধ করেন এই অস্ত্রের খেলা। এই অস্ত্র প্রতিযোগিতা।’
তিনি বলেন, ‘আজকে পৃথিবীজুড়ে এক যুদ্ধের দামামা আমরা দেখতে পাই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তারমধ্যে আবার ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ হলে অস্ত্রের প্রতিযোগিতা হলে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের নারী এবং শিশুরা। তারাই বেশি কষ্ট ভোগ করে।’
তিনি বলেন, ‘আমাদের সব রকম অভিজ্ঞতা রয়েছে। ’৭১ সালে পাকিস্তানি আর্মি আমার বাবাকে বন্দি করে নিয়ে যায়। তারপর মাকে বন্দি করে। তিনি ছোট বোন রেহানা ও ছোট ভাইসহ বন্দিখানায় ছিলেন। এমনকি তিনি সে সময় অন্তঃসত্ত্বাও ছিলেন।’
তিনি বলেন, ‘আমাদের কোনও ফার্নিচার ছিল না, খাবার কী হবে তার কোনও নিশ্চয়তা ছিল না। কাজেই যুদ্ধের সময় যে কী ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়, সে অভিজ্ঞতা আমার আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ পৃথিবী। আমরা চাই নারী ও শিশুরা নিরাপদ থাকুক। তাই বিশ্বনেতাদের কাছে আমার অনুরোধ, তারা যুদ্ধ বন্ধ করুন।’