Home অপরাধ ৩ কোটি টাকার আফিমসহ বৃদ্ধ আটক
Oktober ১৭, ২০২৩

৩ কোটি টাকার আফিমসহ বৃদ্ধ আটক

বান্দরবানের রুমা স্টেশনের হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি ২০০ গ্রাম আফিমসহ এক বৃদ্ধকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক বৃদ্ধের নাম চিংহ্লামং মারমা (৬০)। উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২ লাখ টাকা।

মঙ্গলবার কক্সবাজারে র‍্যাব-১৫ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, সোমবার বান্দরবানের বারমাইল এলাকা থেকে বাসযোগে বান্দরবান জেলা শহরের দিকে আফিমের বড় চালান আসছে এমন খবরে র‍্যাবের আভিযানিক দল সদর ইউনিয়নের রুমা স্টেশন সংলগ্ন হাফেজ ঘোনা এলাকায় রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় থানচি থেকে বান্দরবানগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পলিব্যাগ তল্লাশি করে তিন কেজি ২০০ গ্রাম আফিমসহ চিংহ্লামং মারমাকে আটক করে র‌্যাব।

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে দুর্গম পাহাড়ে আফিমের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক কারবারিরা। সিন্ডিকেটটির কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে এজেন্ট রয়েছে। তারা আফিমগুলো ছড়িয়ে দিতো ঢাকাসহ সারাদেশে। সিন্ডিকেটটিকেও ধরার প্রক্রিয়া চলছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *