Home খেলা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে প্রথম জিতেছে
Oktober ১৭, ২০২৩

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে প্রথম জিতেছে

মিচেল মার্শ ও জস ইংলিশের হাফসেঞ্চুরিতে ভর করে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সোমবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

লক্ষ্ণৌতে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ দশমিক ৩ ওভারে মাত্র ২০৯ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ দশমিক ২ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে প্যাট কামিন্স বাহিনী।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারমুখী ছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তবে ৬ বলে ১১ রান তুলে আউট হন ওয়ার্নার। ওয়ানডাউনে নেমে রানের খাতা না খুলেই বিদায় নেন স্টিভেন স্মিথ।

এরপর মার্নাশ লাবুশেনকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন মার্শ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে ফিফটি করে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই অজি ওপেনার। ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন মার্শ।

এরপর উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিশকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগুতে থাকেন লাবুশেন। ফিফটির খুব কাছে গিয়েও হতাশ করেন তিনি। ৬০ বলে ৪০ রান করে আউট হন এই ব্যাটার।

ফিফটি তুলতে ভুল করেননি ইংলিশ। ৫৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছাকছি রেখে সাজঘরে ফেরেন তিনি। বাকি কাজটা সারেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিস। শেষ পর্যন্ত ২১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আর ১০ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্টইনিস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা। ১টি উইকেট শিকার করেন দুনিথ ওয়েল্লালাগে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। শুরু থেকে অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখেন তারা। দুজনের উদ্বোধনী জুটি থেকে রান আসে ১২৫। ফিফটির দেখা পান এই দুই ওপেনার। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি নিশাঙ্কা। ৬৭ বলে ৬১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

নিশাঙ্কা ফিরলেও মারমুখী ব্যাটিং চালিয়ে যান পেরেরা। টিকে ছিলেন আরও কিছুক্ষণ। তবে দলীয় ১৫৭ রানের মাথায় ৮২ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন পেরেরা।

দুই ওপেনার সাজঘরে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের সাজানো-গোছানো ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওয়ানডাউনে নামা অধিনায়ক কুশল মেন্ডিস আউট হন ১৩ বলে ৯ রান করে।

এরপর সাদিরা সামারাবিক্রমাও আউট হন ৮ বলে ৮ রান করে। মাঝে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন চারিথ আশালাঙ্কা। দুই ওপেনার এবং আশালাঙ্কা বাদে কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ৩৯ বলে ২৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন আশালাঙ্কা। মাত্র ৫২ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় লঙ্কানরা।

ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েল্লালাগে চামিকা করুনারত্নে কেউই শেষদিকে হাল ধরতে পারেননি। ফলে ৪৩ দশমিক ৩ ওভারে মাত্র ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন অ্যাডাম জাম্পা। তিনি পকেটে পুরেন ৪টি উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। ১টি উইকেট শিকার করেন গ্লেন ম্যাক্সওয়েল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *