Home সারাদেশ জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যানের নেতৃত্বে সাইফুল-সোহান
Oktober ১৭, ২০২৩

জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যানের নেতৃত্বে সাইফুল-সোহান

তৌকির আহমেদ, জবি প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাজবাড়ী জেলা ছাত্র কল্যান সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে ।
আজ সোমবার (১৫ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া এ কমিটিতে রয়েছে সহ-সভাপতি হিসেবে হুজ্জাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাথী বালা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আশিকুর রহমান ও নাঈমুর ইসলামক।
সংগঠনের নতুন সভাপতি সাইফুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার ছাত্রছাত্রীদের নিয়ে, ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে চাই। এজন্য কমিটির বাকিরা সহ রাজবাড়ী জেলার সকল ছাত্রছাত্রীদের সাহায্য কামনা করি।
সাধারন সম্পাদক সোহান প্রামানিক বলেন, ছাত্র কল্যান একটি ভালোবাসার সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা থেকে আগত সকল ভাই-বোনের যেকোন সমস্যায় আমরা যথা সম্ভব চেষ্টা করবো সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *