Home বিনোদন মেট্রোরেলে চড়ে শুটিংয়ে গেলেন হার্টথ্রব হৃত্বিক
Oktober ১৭, ২০২৩

মেট্রোরেলে চড়ে শুটিংয়ে গেলেন হার্টথ্রব হৃত্বিক

তাকে বলা হয় বলিউডের হার্টথ্রব নায়ক। সিনেমায় নতুন চরিত্র আর গল্পের সঙ্গে দারুণভাবে মিশে যান এই অভিনেতা। তিনি হৃত্বিক রোশন। আর শুটিংয়ের জন্য কত কি করেন তিনি।

এবার তিনি শুটিং গেলেন মেট্রোরেলে করে। শুধু তাই নয়, শুটিং সেটে গিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। গত শুক্রবার (১৩ অক্টোবর) মুম্বাইয়ের মেট্রোরেলে চড়ে নিজের গন্তব্যে পৌঁছান ‘কৃষ’খ্যাত এই নায়ক।

শুটিং-এ গিয়ে গতকাল বিকালে হৃত্বিক তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেট্রোতে থাকা অন্য যাত্রীরা হৃত্বিকের সঙ্গে ছবি তুলছেন। হৃত্বিকও হাসিমুখে তাদের ফ্রেমে ধরা দিচ্ছেন।

এসব ছবির ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, ‘আজ মেট্রোরেলে শুটিং সেটে এসেছি। সত্যি কিছু মিষ্টি মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অভিজ্ঞতা ছিল দেখার মতো। ট্রাফিক জ্যাম কিংবা গরম আমাকে স্পর্শ করতে পারেনি।’

হৃত্বিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশান ও দীপিকা পাড়ুকোন। পুরোদমে চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণের কাজ।

বড় বাজেটের এ সিনেমায় আরও অভিনয় করছেন- অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *