সালমান, শাহরুখ ও রণবীরের সঙ্গে টেক্কা দেবে ভিকি
দর্শকের আগ্রহের কেন্দ্রে আছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’, শাহরুখ খানের ‘ডাংকি’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এদিকে ‘শ্যাম বাহাদুর’ সিনেমার টিজার প্রকাশের পরই দর্শকের আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন ভিকি কৌশল।
ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের জীবনী অবলম্বনে মেঘনা গুলজারের এ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভিকি। মাত্র দেড় মিনিটের টিজারে দুর্দান্ত অভিনয়ের ছাপ দেখিয়েছেন তিনি।
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শ্যাম বাহাদুর’। এ সিনেমার প্রচারে জোরেশোরে নামছেন ভিকি। অন্যদিকে কাকতালীয়ভাবে ভিকির সিনেমার আগে-পরে একই সময়ের মধ্যে মুক্তি পাচ্ছে ক্যাটরিনার দুই সিনেমা ‘টাইগার ৩’ ও ‘ম্যারি ক্রিসমাস’।
‘টাইগার-৩’ মুক্তি পাবে ১০ নভেম্বর ও ‘ম্যারি ক্রিসমাস’ মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিতই মনে হলো ভিকিকে।
শুক্রবার ‘শ্যাম বাহাদুরের’ টিজার প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার সিনেমা নিয়ে উচ্ছ্বসিত। আর আমি উচ্ছ্বসিত ওর সিনেমার জন্য। আমার সিনেমা মুক্তির পর তার একটি সিনেমা মুক্তি পাবে। শুধু তাই না, আমার সিনেমার দুই সপ্তাহ আগেও ক্যাটরিনা বড়পর্দায় থাকছে।’
তিনি আরও বলেন, ‘আমি তার দুটি সিনেমার মধ্যে স্যান্ডউইচ হয়ে আছি। এটা একটা দুর্দান্ত স্পট।’