বর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ করল রামগড় কলেজ ছাত্রলীগ
এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’ ও ‘আমরা সবাই ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এই স্লোগানে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো রামগড় সরকারি ডিগ্রী কলেজের হাজারো নবীন শিক্ষার্থীকে।
রোববার সকালে রামগড় সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
রামগড় সরকারি ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজ ছাত্রলীগের সম্পাদক আরাফাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এসময় তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, রামগড় সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। আগামীতেও তোমাদেরকে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। আজকের তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ ও প্রভাষক মনির হোসেন মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ওমর ফারুক শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার হাবিব শোভন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ক্যাশু মারমাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।