জবির ভূগোল ও পরিবেশ বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ১৭ ব্যাচের নবীনবরণ ও ১২ ব্যাচের
বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য (রুটিন-
দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগীয় অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া। এছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এতে উপচার্য( রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে উচ্চ শিক্ষায় অনেক এগিয়ে গেছে কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গবেষকবৃন্দ এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেছে। আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে আমাদের গবেষণা যে পর্যায়ের সেটা অনুযায়ীই র্যাঙ্কিং হয়ে থাকে।”
তিনি আরো বলেন, “ডিজিটাইজেশনে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। প্রতিনিয়ত এই বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরো ছড়িয়ে দিতে পারে।”