বিছানায় স্ত্রীর রক্তাক্ত লাশ, পাশে স্বামী নির্বিকার
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, নিহত নারীর নাম কানিজ ফাতেমা (৪২)। ওই নারীর গলার নিচে চার থেকে পাঁচটি কাটা দাগ ও জখমের চিহ্ন রয়েছে। তাঁর স্বামী আল-আমিনকে আটক করা হয়েছে।
কানিজ ফাতেমার ছোট ভাই মনিরুজ্জামান বলেন, তাঁর ভাগনের ফোন পেয়ে তিনি ওই বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর বোন ও ভগ্নিপতির কক্ষের দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, বিছানায় কাঁথা মোড়ানো অবস্থায় তাঁর বোনের রক্তাক্ত লাশ পড়ে আছে।
তাঁর পাশে ভগ্নিপতি আল-আমিন নির্বিকারভাবে শুয়ে আছেন। তিনি আরও বলেন, কিছুদিন আগে তাঁরা ওমরাহ হজ পালন করে দেশে আসেন। সেই থেকে ফাতেমা তাঁর বাবার বাড়ি বাসাবো কদমতলায় থাকছিলেন। স্বামী–স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। কানিজ ফাতেমার বাড়ি কুমিল্লার বাংগড়া এলাকায়। তাঁর বাবার নাম মোসলেহ উদ্দিন আহামেদ। বর্তমানে সবুজবাগ থানার পূর্ব রাজাবাজার এলাকায় স্বামীর সঙ্গে একটি বাসায় থাকতেন। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর দুই ছেলে রয়েছে।
সবুজবাগ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রুবিনা আউয়াল প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে পুলিশ এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।