Home অপরাধ ৬ মাসের সাজা এড়াতে দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার।
Oktober ১৫, ২০২৩

৬ মাসের সাজা এড়াতে দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার।

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
জনাব মুক্তা ধর, পিপিএম(বার), পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল মহোদয় ও জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, রামগড় থানা মহোদয়ের সার্বিক তত্বাবধানে চলমান বিশেষ অভিযানে রামগড় থানার এসআই(নিরস্ত্র)/মোঃ সামছুল আমিন, এএসআই(নিঃ) হবিকুল ইসলাম সংগীয় ফোর্স সাজ্জাদসহ গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেলের ভাড়াটিয়া যাত্রী সাজিয়া কৌঁশলে
জিআর নং-১৫৮/১৫, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৭(ক) এর সাজাপ্রাপ্ত ৬ মাসের বিনাশ্রম করাদন্ড গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মেহেদী হাসান প্রকাশ সজীব(১৯), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-চৌধুরীপাড়া, বৌদ্ধমন্দির, ৫নং ওয়ার্ড,থানা-রামগড়, জেলা-খাগড়াছড়িকে মানিকছড়ি থানাধীন মানিকছড়ি বাজারের বড় মসজিদ গলি হইতে মানিকছড়ি পুলিশের সহায়তা নিয়ে গ্রেফতার করেন। আসামীকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মেহেদী হাসান সজীব(১৯) রামগড় থানার ২০১৫ সালের ১টি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হইয়া সাজা এড়ানোর জন্য দীর্ঘ ৭ বছর রামগড়ের বাহিরে একাধিক অজ্ঞাত স্থানে বিভিন্ন পন্থা অবলম্বন করিয়া ছদ্মবেশে চলাফেরা করিতো। সর্বশেষ উক্ত সাজাপ্রাপ্ত আসামী মোটর সাইকেল ভাড়ায় চালানোর সংবাদ পাইয়া রামগড় থানা পুলিশের একটি চৌকস টিম মোটর সাইকেলের যাত্রী সাজিয়া আসামীকে গ্রেফতার করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *