Home অপরাধ রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী খুন
Oktober ১৫, ২০২৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী খুন

রাজধানীর দারুস সালাম এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দারুস সালাম এলাকার ভূমি অফিসের সামনে শনিবার রাত ১০টার পর শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সহকারী কমিশনার মফিজুর রহমান আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত শাহ আলম স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খানের অনুসারী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইসলামের অনুসারীদের সঙ্গে নাবিল খানের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ভূমি অফিসের সামনে শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

শাহ আলম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান। তিনি বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *