Home সারাদেশ বাংলাদেশ যুব ফ্রন্টের আত্মপ্রকাশ
Oktober ১৪, ২০২৩

বাংলাদেশ যুব ফ্রন্টের আত্মপ্রকাশ

তৌকির আহমেদ, বিশেষ প্রতিনিধি: দেশে চলমান বিভিন্ন সংকট নিরসনে কয়েক দফা দাবি জানিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন যুব সংগঠন ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’। শনিবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিপ্লবী ধারার নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’র ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। যে কমিটি একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে রাশেদ শাহরিয়ারকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- মোহাম্মদ আশরাফ, রেজাউর রহমান রানা, প্রেমানন্দ দাস, সাব্বির আহমেদ, জুয়েল আহমেদ, হাসিব মামুন, ফাল্গুনী বিশ্বাস, সায়েদুর রহমান লিংকন, অসীম তুহিন, মাজেদুল ইসলাম, সাফায়েত সাগর, প্রাচুর্য কান্তি প্রাজ্ঞ, সানজিদা তারিন, মিজানুর রহমান, দীপন মজুমদার, এ এস লিটন, বিকাশ কুমার দাস, জুয়েল মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, দেশের যুব সমাজের বর্তমান সংকটে আমরা উন্নত নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি বিপ্লবী ধারার লড়াকু যুব সংগঠন নির্মাণের চেষ্টায় নিজেদের নিয়োজিত করেছি। সে লক্ষ্যে দেশের যুব সমাজের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ গঠন করছি।
বাংলাদেশ যুব ফ্রন্ট রাজনৈতিক কোনো সংগঠন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা দেশের বিভিন্ন সংকট নিরসনে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব। তারই ধারাবাহিকতায় আমরা এ আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সাত দফা দাবি জানাচ্ছি।
দাবিগুলো হলো- আওয়ামী সরকার পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, বেকার সমস্যা নিরসনে সরকারি উদ্যোগে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, চাকুরির আবেদন ফি বাতিল, চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ মাদক, জুয়া ও পর্নোগ্রাফি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *