Home খেলা ভারত ম্যাচের আগে ছুটিতে ক্রিকেটাররা
Oktober ১৪, ২০২৩

ভারত ম্যাচের আগে ছুটিতে ক্রিকেটাররা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই ছেড়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা। তাদের পরবর্তী ম্যাচ হবে পুনেতে। তার আগে ক্রিকেটারদের দু’দিনের ছুটি দেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরেই চেন্নাই থেকে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১৯ অক্টোবর ভারতের সঙ্গে মাঠে নামবে আগে টাইগাররা। তার আগে  রোববার-সোমবার দুই দিন ছুটি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

ম্যাচের আগে মঙ্গলবার ও বুধবার দুই দিন অনুশীলন করবে টাইগাররা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের বিপক্ষে লড়বেন সাকিব-মুশফিকরা। বাংলাদেশ দলের যে একটা বিশ্রাম প্রয়োজন সেটি গতকালের ম্যাচ শেষে সহকারী কোচ নিক পোথাসও বলছিলেন।

তিনি বলেন, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা নয়। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *