জবিতে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ ষষ্ঠ মার্কেটিং ডে’ উদযাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২অক্টোবর) সকাল ১১টায় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফের সঞ্চালনায় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবার মার্কেটিং দিবসের এর মূল প্রতিপাদ্য ছিল ‘সাসটেইনেবল মার্কেটিং ’। অনুষ্ঠানের শেষে এ উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও অনুষ্টানে মার্কেটিং বিভাগের অনান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।