Home রাজনীতি অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন: বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি
Oktober ১৪, ২০২৩

অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন: বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি

বিএনপির অবরোধ কর্মসূচির পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন। আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন।’

আজ শনিবার বিকেলে রাজধানীর কাওলা এলাকায় আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। এর আগে গত শনিবার (৭ অক্টোবর) তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়। সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনসভা স্থগিত করা হয়েছিল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে করা অনশন কর্মসূচির সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খবর জানেন? বিএনপির অনশনের খবর। মির্জা ফখরুল মিডিয়াকে বলেছে, তারা অনশন করছে। কিন্তু সকালে সোনারগাঁও থেকে খাবার আনিয়ে নাশতা খেয়ে অনশনে গেছে। রাতে বাসায় গিয়ে আবার রাজখাবার খাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত যদি বিদেশ যেতে দেয়, আমরা সরকার থেকে বাধা দেব না। কারণ, দেশে নিয়ম আছে, আইন আছে।’ যে বিএনপি মায়ের বুক খালি করে, বোনকে ভাইহারা করে, তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুই সেলফিতেই কাজ হয়ে গেছে। ঘুম হারাম। দিল্লির সেলফি, নিউইয়র্কের সেলফি, দুই সেলফিতে ওদের ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা ও শেখ হাসিনার মেয়েকে নিয়ে দিল্লিতে একবার, নিউইয়র্কে আরেকবার সেলফি তোলে কেন? এর পরেও ওদের লজ্জা-শরম নেই।’

বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটে আর পল্টনের পদযাত্রায় কাজ হয়নি। এখন আজরাইলের সঙ্গে কথা কয়। নিষেধাজ্ঞার আশ্বাস যে দিয়েছেন, এখন কর্মীদের কী বলবেন? এত দিন বলেছে আমেরিকা নিষেধাজ্ঞা দেবে। এখন তাদের আর কোনো উপায় নেই। উপায় একটাই, আমেরিকা নিষেধাজ্ঞা নিয়ে যদি কখনো আসে।’

জনসভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বিএনপির সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এখন কার্তিক মাস। এই সময়ে বাজারে চালের দাম সবচেয়ে কম, নিম্নগামী। অথচ এই বাংলাদেশ একসময় খাদ্যঘাটতি ও দুর্ভিক্ষের দেশ ছিল। শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত নাশকতা, আগুন–সন্ত্রাসের ভয় দেখায়। কিন্তু আওয়ামী লীগ কোনো কিছুর ভয়ে ভীত নয়। আওয়ামী লীগ ভয়কে জয় করে বিজয় অর্জন করে। বানরের ভেংচিতে আওয়ামী লীগ ভয় পায় না।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির লজ্জা–শরম কিছু নেই। কার জন্য অনশন করছেন? খালেদা জিয়া তাঁর কর্মফলে সাজা ভোগ করছেন। এরপরও শেখ হাসিনা মানবিক দৃষ্টিতে তাঁকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *