Home অপরাধ কমলাপুরে হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Oktober ১২, ২০২৩

কমলাপুরে হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি হোটেলের শৌচাগার থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

ওই তরুণের নাম মো. আল মামুন (১৮)। তিনি কমলাপুরের সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে থালাবাসন পরিষ্কারের কাজ করতেন। তাঁর বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামে। তাঁর বাবার নাম মো. আল আমিন।

মামুনের চাচা মো. ইয়াসিন বলেন, গত রাতে হোটেল থেকে তাঁকে জানানো হয় যে মামুন ওয়াশরুমে (শৌচাগার) গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়েছেন। এরপর তিনি হোটেলে যান।

পরে মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় মামুনের মরদেহ উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর মামুনকে মৃত ঘোষণা করেন।

মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

মামুনের চাচা মো. ইয়াসিন আরও বলেন, ‘মামুন ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনো কারণ আমরা দেখছি না। শুনেছি, সেখানে বয়ের কাজ করত। বাবুর্চির সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল।’

মামুন ৮-১০ দিন আগে হোটেলটিতে কাজ শুরু করেছিলেন বলে জানান মো. ইয়াসিন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *