Home সারাদেশ মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার
Oktober ১১, ২০২৩

মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার

প্রধান প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় বুধবার (১১ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে সারা দেশে শুরু হচ্ছে টানা ২২ দিনের অবরোধ। এ লক্ষ্যে আগামী ২ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

মূলত মাছের সুরক্ষা ও সংরক্ষণ আইনের অধীনে নিয়মানুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত। নদ-নদীর পাশাপাশি এ নিষেধাজ্ঞা থাকবে উপকূলীয় ইলিশ প্রজননক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায়।

এ সময়ের মধ্যে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ সময়কালে প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

এদিকে মা ইলিশ রক্ষায় সিভিল প্রশাসনের পাশাপাশি কাজ করবে নৌ-বাহিনীর জাহাজ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *