Home অপরাধ বেনাপোলে একজনের কাছে মিলল ৯০ হাজার মার্কিন ডলার
Oktober ১১, ২০২৩

বেনাপোলে একজনের কাছে মিলল ৯০ হাজার মার্কিন ডলার

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার মার্কিন ডলার, ৩২ হাজার ৪৮০ টাকা ও ১ হাজার ৬১০ রুপি পাওয়া গেছে। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ হাসান জামিল জানান, বুধবার দুপুরে একজন পাসপোর্ট যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির স্ক্যানার মেশিন রুমে আসলে যাত্রীর ল্যাগেজ তল্লাশি করে একটি ব্লেন্ডার মেশিনের মধ্য থেকে ৯০ হাজার ডলার, ৩২ হাজার ৪৮০ টাকা ও ১ হাজার ৬১০ রুপি পাওয়া যায়।

আটক মানিক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ডলার ও রুপি পাচার করে আসছিলেন। আটককৃতকে মামলা দিয়ে উদ্ধারকৃত ডলারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *