Home খেলা হেরাথের বিশ্বাস, ‘লিটন ঘুরে দাঁড়াবে’
Oktober ৯, ২০২৩

হেরাথের বিশ্বাস, ‘লিটন ঘুরে দাঁড়াবে’

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ের পরও একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে সাকিব আল হাসান–চন্ডিকা হাথুরুসিংহে–রঙ্গনা হেরাথদের। সেই দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। আরও স্পষ্ট করে বললে বাংলাদেশের ব্যাটিং–দুশ্চিন্তাটা মূলত ওপেনিংয়ে।

অনেক দিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই ওপেনার লিটন দাস। সর্বশেষ খেলা ১০ ইনিংসে লিটন রান রান করেছেন যথাক্রমে ২১, ৩৫, ২৬, ১৩, ৫৩*, ১৬, ১৫, ০, ৬ ও ১৩। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রানের ইনিংস খেললেও আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছেন মাত্র ১৩ রান।

ধর্মশালার আউটফিল্ড নিয়ে কেন এত আলোচনা

ধর্মশালার আউটফিল্ড নিয়ে কেন এত আলোচনা

বাংলাদেশের অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও লিটন দাস
বাংলাদেশের অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও লিটন দাস:

শুধু লিটনই নন, আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আরেক ওপেনার তানজিদ হাসানও। তানজিদ দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের পর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৪৫। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানই করতে পারেন তিনি।

ওপেনাররা ব্যর্থ হলেও আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টপ অর্ডার দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ (৭৩ বলে ৫৭) ও নাজমুল হোসেনের (৮৩ বলে ৫৯*) ফিফটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের সঙ্গে জয়ের জন্য বাংলাদেশের দরকার ‘নিজেদের ব্র্যান্ড’

ইংল্যান্ডের সঙ্গে জয়ের জন্য বাংলাদেশের দরকার ‘নিজেদের ব্র্যান্ড’

 

বাংলাদেশের স্পিন–বোলিং কোচ রঙ্গনা হেরাথ
বাংলাদেশের স্পিন–বোলিং কোচ রঙ্গনা হেরাথফাইল ছবি

তাই বলে ইংল্যান্ড ম্যাচের আগে দুশ্চিন্তা কমছে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশের স্পিন–বোলিং কোচ হেরাথকে ওপেনিং–সমস্যা নিয়ে প্রশ্নও করা হয়েছিল। সেখানে অবশ্য আশার বাণীই শোনালেন হেরাথ, ‘আমি বুঝতে পারছি, আপনারা কী বোঝাতে চাইছেন, লিটন দাস… সবারই এ রকম বাজে সময় যেতে পারে।’

হেরাথ অবশ্য এরপরই বলেছেন আশার কথাটা, ‘আসল বিষয়টা হচ্ছে, আপনি কতটা ভালোভাবে ঘুরে দাঁড়ালেন। আমি নিশ্চিত যে লিটন খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ব্যাটিংয়ে আমাদের ভালো জুটি দরকার। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই, ভালো জুটি গড়তে হবে এবং এটা করার পর আমাদের বড় স্কোর করতে হবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *