Home বিনোদন প্রাণনাশের হুমকি, শাহরুখকে দেওয়া হল ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা
Oktober ৯, ২০২৩

প্রাণনাশের হুমকি, শাহরুখকে দেওয়া হল ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা

দীর্ঘদিন পর ‘কামব্যাক’ করেই একের পর রেকর্ড গড়ছেন শাহরুখ খান। কিন্তু সাফল্যের পর হুমকী-ধামকীও মিলছে তার। ‘জওয়ান’ এবং ‘পাঠান’, পর পর দুটি ছবির সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড বাদশা। ফলে ভারত সরকারের পক্ষে থেকে অভিনেতার নিরাপত্তা বলয় নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ফলে এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শাহরুখ।

আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে, ‘পাঠান’ ছবির প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ। এমনকি ফেসবুকেও তাকে ভয় দেখানো হয়েছে। তাই বাড়তি নিরাপত্তার কারণে এখন থেকে ভারতের‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে থাকবেন শাহরুখ। এত দিন সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন। এখন থেকে নিরাপত্তারক্ষী হিসেবে সবসময় ছয়জন সশস্ত্র পুলিশ কম্যান্ডো উপস্থিত থাকবেন।

জানা গেছে, ওই ছয়জনকে  ভারতীয় পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। ছয়জন কম্যান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। যাতায়াতে বিশেষ গাড়িও দেওয়া হবে।

শাহরুখের বাংলো ‘মান্নাত’এর সামনে সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গেছে।

শাহরুখের পাশাপাশি সালমান খানকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। তা ছাড়া অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খেরের মতো তারকা ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে ঘিরে থাকেন। এই ক্যাটেগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে ২৪ ঘণ্টা তিন জন নিরাপত্তারক্ষী থাকেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *