৪০০ বোতল ভেজাল জুসসহ আটক ১
তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে ৪০০ বোতল ভেজাল জুসসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার ৯ নম্বর পৌর ওয়ার্ডস্থ মহিলা কলেজ রোডের রুখই চৌধুরী পাড়া এলাকা থেকে ২ হাজার ৪০০ বোতল ভেজাল জুস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার ৮০০ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ৯নং পৌর ওয়ার্ডস্থ মহিলা কলেজ রোডের রুখই চৌধুরী পাড়ার মেসার্স বি.কে. স্টোরে অভিযান চালিয়ে মাদার ফ্রুটি নামে লেখা ২ হাজার ৪০০ বোতল ভেজাল জুস জব্দ করা হয়। এ সময় উজ্জ্বল দে নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।