‘শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ হবে না’
রাজনীতি না থাকলে দেশ চালাবে কে, সমাজ চালাবে কে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র নায়ক না হতেন, তাহলে বাংলাদেশ বহু আগে দেউলিয়া হয়ে যেত বলে জানিয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি।
সেলিম বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নম্রতা, ভদ্রতা, মানবিকতা, আন্তরিকতা, প্রজ্ঞা, মেধা ও অনেক সহাসীকতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করছেন। তাই কোনো পরিস্থিতিতে তাকে ভয় দেখিয়ে লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হচ্ছেন আমার রাজনৈতিক শিক্ষক। প্রতিদিনই আমি তার কাছে শিখছি। আমার মতে আরও কয়েকজনও শিখছেন। তিন দশকেরও বেশি সময় তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে ও শিখছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব তৈরি করে দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার (রয়েছে), এটি কোনো দলীয় ইশতেহার নয়। এটি জাতির ইশতেহার।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ ও কমিউনিটি লিডারদের কাছে আওয়ামী লীগের কাছ থেকে তাদের কী প্রত্যাশা, তারা কী ধরনের ইশতেহার দেখতে চায় সেটি আমরা জানতে চেয়েছি। আমরা বিপুল সাড়া পাচ্ছি সমাজের প্রতিটি জায়গা থেকে।’