Home ধর্মীয় সংবাদ বনু নাজ্জার বাগানের একটি ঘটনা
Oktober ৫, ২০২৩

বনু নাজ্জার বাগানের একটি ঘটনা

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন, আমরা আল্লাহর রসুল (সা.)–এর চারপাশে বসেছিলাম। আমাদের সঙ্গে আবু বকর ও উমর (রা.), অর্থাৎ অন্য সাহাবিরা ছিলেন। এ অবস্থায় রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝখান থেকে উঠে গেলেন। তাঁর ফিরে আসতে দেরি হওয়ায় আমাদের আশঙ্কা হলো যে আমাদের অনুপস্থিতিতে তিনি না (শত্রুর হাতে) আক্রান্ত হন।

এ দুশ্চিন্তায় আমরা ঘাবড়ে গিয়ে উঠে পড়লাম। আমিই প্রথম ঘাবড়ে গিয়েছিলাম। তাই আমি রাসুলুল্লাহ (সা.)–এর সন্ধানে বেরিয়ে পড়লাম। শেষ পর্যন্ত আনসারদের বনু নাজ্জারের একটি বাগানে পৌঁছে তার চারপাশে ঘুরতে লাগলাম, যদি কোনো (প্রবেশ) দরজা পাই। কিন্তু কোনো (প্রবেশ) দরজা পেলাম না। হঠাৎ দেখি, বাইরের একটি কুয়া থেকে সরু একটা নালা ওই বাগানের ভেতরে চলে গেছে। আমি সেখান দিয়ে জড়সড় হয়ে বাগানে ঢুকে পড়লাম। (গিয়ে দেখি,) আল্লাহর রাসুল (সা.) সেখানে।

সুরা মুহাম্মদে অবিশ্বাসীদের ধ্বংসের কথা রয়েছে

সুরা মুহাম্মদে অবিশ্বাসীদের ধ্বংসের কথা রয়েছে

তিনি বলেলেন, ‘আবু হুরায়রা?’

আমি বললাম, ‘হ্যাঁ, হে আল্লাহর রাসুল!’

তিনি বললেন, ‘কী ঘটনা?’

আমি বললাম, ‘আপনি আমাদের মধ্যে ছিলেন। হঠাৎ উঠে বাইরে এলেন। আপনার ফিরতে দেরি দেখে আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমাদের অনুপস্থিতিতে হয়তো আপনি (শত্রুর হাতে) আক্রান্ত হয়ে পড়বেন। তাতে আমরা ঘাবড়ে গেলাম। আমিই বিচলিত হয়ে প্রথমে এ বাগানে এসে জড়োসড়ো হয়ে শেয়ালের মতো ঢুকে পড়লাম। বাকি সবাই আমার পেছন পেছন আসছে।’

তিনি আমাকে সম্বোধন করে তাঁর জুতা জোড়া দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার এ জুতাজোড়া সঙ্গে নিয়ে যাও, আর এই বাগানের বাইরে অন্তরের গভীর বিশ্বাসের সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ পড়তে থাকা যে কারো সঙ্গে দেখা হলে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও।

এর পর তিনি সুদীর্ঘ হাদিস বর্ণনা করেন।

মুসলিম, হাদিস: ১৫৬

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *