Home বিনোদন নয়নতারা বনাম দীপিকা
Oktober ৫, ২০২৩

নয়নতারা বনাম দীপিকা

জাওয়ান’ মুক্তির পর জনপ্রিয়তা আর প্রভাবের অঙ্কে এখন ভারতীয় চিত্রনায়িকা হিসেবে শীর্ষে রয়েছেন নয়নতারা। অন্যদিকে বলিউডে রাজত্ব করা দীপিকা পাডুকোন। এক বনে যেমন দুই বাঘ টেকে না তেমনি ফিল্মের এই দুই বাঘিনীরও অবস্থা একই। ‘জাওয়ান’ ছবিতে দৃশ্য কর্তনের অভিযোগে নয়নতারা ছবিটির কোথাও স্বশরীরে থাকেননি। দীপিকাকে প্রাধান্য দিতে গিয়েই কি এই বিভ্রাট? একজন আরেকজনের মুখ চাওয়া-চাওয়িও আপাতত বন্ধ। কিন্তু কেন? তারই কারণগুলো খোঁজা হয়েছে এই প্রতিবেদনে—

jawan-nayanthara-to-pull-off-bikini-for-a-song-in-shah-rukh-khan-starrer-just-like-deepika-padukone-did-in-pathaan-find-out-the-truth-001

নিজের অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘জওয়ান’ দিয়েই প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী নয়নতারা। শুধু তাই নয়, সিনেমাটি বক্স অফিসে এখনও রেকর্ড গড়ে চলছে। তবে এই নায়িকার বলিউড যাত্রা খুব বেশি সুখকর হয়নি। একাধিক কারণে সিনেমাটির পরপর ৩টি অনুষ্ঠান ও প্রমোশনে অংশ নেননি তিনি। বিচ্ছিন্নভাবে তখন অনেকেই বলেছিলেন শাহরুখ বা অ্যাটলির সঙ্গে দ্বন্দ্ব হওয়ায় নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

আবারও কেউ কেউ দাবি করেছিলেন, সিনেমাটিতে নয়নতারাকে প্রধান নায়িকা হিসেবে কাস্ট করা হলেও দীপিকাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এবং তার স্ক্রিনটাইম বাড়ানো হয়েছে। অন্যদিকে উপেক্ষিত হয়েছেন নয়নতারা। যে কারণে একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ করেছেন তারা। এমনকি কেউ কাউকে শুভেচ্ছা পর্যন্ত জানাননি।

nayanthara-v-s-deepika-padukone-who-rocks-in-saree

তবে ভক্ত-সমালোচকদের ধারণা অনেকটা স্পষ্ট হয়েছে শাহরুখের মুখ খোলায়। কদিন আগে এই সুপারস্টার গণমাধ্যমে বলেন, ‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছে। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিনটাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’ শাহরুখের এমন কথায় নেটিজেনদের ধারণা মিলে গেছে অনেকটাই। এই কথাগুলোকে নয়নতারার মান ভাঙানোর জন্যই শাহরুখ বলেছেন বলেও মন্তব্য করছেন তারা।

তবে নয়নতারা সরাসরি না বললেও দীপিকার কারণেই যে জাওয়ান থেকে দূরে সরে গেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন এই নায়িকার ওপর সেটা অনেকটাই স্পষ্ট। যদিও বিষয়টি নিয়ে বরাবরই মুখে কুঁলুপ এঁটে আছেন দীপিকা!

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *