আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম
আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের আ. হালিম সেখের ছেলে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সেখ (৫০) এবং একই ইউনিয়নের কালিনগর গ্রামের সামসু মোল্লার ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলীম মোল্লা (৩২)।
বুধবার রাতে তাদের দুজনকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হান্নান সেখ ও আলীম মোল্লা বুধবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ অতর্কিতভাবে দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও হাতুড়ি দিয়ে তাদের দুজনের ওপর হামলা করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
হামলার শিকার হান্নান সেখের স্ত্রী শিল্পী খাতুন দাবি করেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আজম মণ্ডলের নির্দেশে ২০/২২ আগে দুর্বৃত্তরা আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমার স্বামী তখন বাড়িতে এসে ঘটনাটি আমাকে বলে। বুধবার বিকালের দিকে আমার স্বামী বাড়ির পাশে চা খেতে গেলে দলবদ্ধ হয়ে দুর্বৃত্তরা আমার স্বামীর দুই পায়ের হাঁটুতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আজম মণ্ডলের বিচারের দাবি জানাই।
এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আজম মণ্ডল বলেন, দুই আওয়ামী লীগ নেতার ওপর হামলার একটা ঘটনার কথা আমি এলাকাবাসীর কাছে থেকে ফোনের মাধ্যমে শুনেছি।তারা দুজন মাদক খাওয়ার সময় নাকি এলাকাবাসী তাদের ধাওয়া করেছে।আমি আজ সারাদিনই রাজবাড়ীতে ছিলাম।তবে এ ঘটনার বিষয়ে এলাকায় গিয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব।