Home বিনোদন ৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ, আর কে থাকছেন ‘জয় ভীম’ নির্মাতার ছবিতে
Oktober ৫, ২০২৩

৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ, আর কে থাকছেন ‘জয় ভীম’ নির্মাতার ছবিতে

‘জেলার’-এর সাফল্যের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই এল রজনীকান্তের নতুন সিনেমার ঘোষণা। তবে নতুন সিনেমার তারকার তালিকা দেখে চমকে গেছেন ভক্তরা। কারণ, নাম ঠিক না হওয়া রজনীকান্তের ১৭০তম সিনেমায় আছেন অমিতাভ বচ্চনও। খবর এনডিটিভির

২০২১ সালে টি জে গনাভেল পরিচালিত ‘জয় ভীম’ সিনেমাটি ব্যাপক সমাদৃত হয়। রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন সেই গনাভেলই।
তারকাবহুল এ সিনেমায় আরও আছেন ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতী, মঞ্জু ওয়ারিয়ারের মতো অভিনেতারা।

সিনেমাটিতে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভারতীয় সিনেমার “শাহেনশাহ”কে আমাদের সিনেমায় স্বাগত জানাচ্ছি। তিনি আমাদের সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন।’

ফেরার মতোই ফিরলেন রজনীকান্ত

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই তারকার ভক্তরা। এটি হতে যাচ্ছে ভারতের সিনেমার অন্যতম ব্যবসাসফল সিনেমা, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। এতে মুসলিম পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। গতকাল কেরালার লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

‘জেলার’–এ তামান্না ভাটিয়া ও রজনীকান্ত
‘জেলার’–এ তামান্না ভাটিয়া ও রজনীকান্তটুইটার

১৯৯১ সালে ‘হাম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় রজনীকান্ত ও অমিতাভকে। নতুন সিনেমাটি কবে মুক্তি পাবে, তা জানা যায়নি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *