Home বিনোদন দীর্ঘ বিরতি শেষে শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা
Oktober ৪, ২০২৩

দীর্ঘ বিরতি শেষে শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। লম্বা ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ নায়িকা। তবে বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এর পর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ নায়িকা। এবার ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। দীর্ঘ বিরতি ভেঙে ফের ফিরছেন ক্যামেরার সামনে।

গত দেড় বছর ধরে পূর্ণিমা একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। সেই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের যুক্ত হয়েছেন। চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

শুটিংয়ে ফেরার প্রসঙ্গে পূর্ণিমা বলেন, হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। সময় কাটিয়েছি নিজের মতো করে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ।

তিনি আরও বলেন, তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কি না। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়েও আমি অনেক আশাবাদি।

 

উল্লেখ্য, ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন তিনি। এরপর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল। এরপর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *