Home অপরাধ ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল মাটিরাঙ্গা জোন
Oktober ২, ২০২৩

৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল মাটিরাঙ্গা জোন

তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
ছবি- দৈনিক খাগড়াছড়ি।

সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পথে দেশে নিয়ে আসা ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন মাটিরাঙ্গা জোন।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় শাড়ি জব্দ করে সেনা সদস্যরা।

জানা যায়, সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিামান ভারতীয় শাড়ী গুইমারায় প্রবেশ করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বাইল্যাছড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বাইল্যাছড়ি স্কুল পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৪৩ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন বলেন, সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পন্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। জব্দকৃত শাড়িগুলো সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *