Home বিনোদন এবার কলকাতার সিনেমায় অপূর্ব
সেপ্টেম্বর ২৮, ২০২৩

এবার কলকাতার সিনেমায় অপূর্ব

ছোট পর্দার তারকা অপূর্ব দেড় যুগ ধরে পেশাদার অভিনয়ে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও। অনেক প্রস্তাবের ভেতর পরিচালক আশিকুর রহমানকে শুধু ‘হ্যাঁ’ বলেছিলেন তিনি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সিডনি চষে বেড়াচ্ছেন অপূর্ব–সাবিলা

এই ছবি মুক্তির পর গেল আট বছরে আরও অনেক পরিচালক তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু কোনো সিনেমায়ই অভিনয়ের খবরে পাওয়া যায়নি তাঁকে। গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় অপূর্বর। তিনি জানান, কলকাতায় আছেন; নতুন একটি ছবির শুটিং করছেন।

‘চালচিত্র’ নামের এই ছবির পরিচালক প্রতীম ডি গুপ্ত। ছবিতে শুটিংয়ের জন্য গেল শুক্রবার কলকাতায় গেছেন অপূর্ব। পরদিন থেকে কলকাতার বিভিন্ন স্থানে শুটিংয়ে অংশ নেন তিনি।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বফেসবুক থেকে

প্রথম দিনের শুটিংয়ে অপূর্বর সঙ্গে ছিলেন ভারতীয় অভিনেতা শান্তনু মহেশ্বরী। জানা গেছে, পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ছবি ‘চালচিত্র’তে অপূর্ব ছাড়া অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

প্রস্তাব থাকা সত্ত্বেও দেশের চলচ্চিত্রে অভিনয় না করলেও অপূর্বকে ভারতীয় প্রযোজনা  সংস্থার ওয়েব ফিল্ম আর ওয়েব সিরিজে দেখা গেছে। এবার ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। জানা গেছে, ‘চালচিত্র’ ছবিতে অভিনয়ের জন্য মাস দুয়েক ধরে অপূর্বর সঙ্গে কলকাতা থেকে যোগাযোগ করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুটিং করলেও ছবিটি সম্পর্কে বিস্তারিত বলা বারণ। তারপরও অল্প কথায় অপূর্ব বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। আমার চরিত্রটাও দারুণ। ভারতে এই প্রযোজনা সংস্থার ভালো ভালো ছবি বানানোর অভিজ্ঞতায় আমি কাজটি করতে রাজি হয়েছি।’

বাইরের দেশে শুটিং করলেও সেখানকার সবাই অপূর্বকে কোনোভাবেই বুঝতে দিচ্ছেন না যে নতুন কোনো পরিবেশে কাজ করছেন তিনি। কথা প্রসঙ্গে অপূর্ব জানান, ‘ভাষাটা এক। আরও অনেক কিছুতে কলকাতার সঙ্গে আমাদের মিল রয়েছে। ওরা সবাই এতটাই আন্তরিকতা দেখাচ্ছেন, কোনোভাবেই মনে হচ্ছে যে বাইরে কোথাও শুটিং করতে এসেছি।’

জানা গেছে, একটানা শুটিং করে ‘চালচিত্র’ ছবির পুরো কাজ করবেন অপূর্ব। শুটিং শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *