Home বিনোদন ‘অ্যানিমেলে’ ভিন্ন রূপে রণবীর
সেপ্টেম্বর ২৮, ২০২৩

‘অ্যানিমেলে’ ভিন্ন রূপে রণবীর

‘অ্যানিমেল’ নিয়ে এলো ভিন্ন এক রণবীরকে। সিনেমাপ্রেমীরা তাকে রোমান্টিক নায়ক হিসেবেই চিনে। তবে ২ মিনিট ২৬ সেকেন্ডের ‘অ্যানিমেলের’ টিজারে অ্যাকশন, কার চেজিং, রক্তপাত ও সহিংসতার দৃশ্যে দেখা যায় তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ বলিউড অভিনেতা রণবীরের জন্মদিন। তার ক্যারিয়ারের শুরুটা দারুণ। তিনি কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। অনেকের মতে, এ সময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। কিন্তু কয়েক বছর ধরে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না রণবীর। অবশ্য গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে অনেক দিন পর সাফল্যের দেখা পান তিনি। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে অ্যানিমেলের টিজার।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রকস্টার’ ও ‘তামাশায়’ রণবীরকে রোমান্টিক নায়ক হিসেবে দেখা গেলেও ‘অ্যানিমেলে’পুরো উলটা।

টিজারের শুরুতে তাকে রাশমিকা মান্দানার সঙ্গে রোমান্টিক আমেজেই দেখা যায়। কিন্তু যতই টিজার সামনে এগোতে থাকে, রণবীরের ভয়ংকর লুক প্রকাশ্যে আসে।

শুরুতে আগস্টে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে ‘অ্যানিমেলের’মুক্তি। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *