Home সারাদেশ ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে তরুণীর লাশ উদ্ধার
সেপ্টেম্বর ২৮, ২০২৩

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গা থেকে আজ বুধবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে কালো রঙের প্রিন্টের সালোয়ার–কামিজ রয়েছে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান আজ প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার আপনঘর নামের নির্মাণাধীন ভবনের লিফটের জায়গা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাম চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহটি শনাক্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) অপরাধ শনাক্তকরণ ইউনিট ঘটনাস্থল থেকে তরুণীর আঙুলের ছাপ, ডিএনএ–সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আতিকুর রহমান বলেন, তরুণীর বয়স ১৮ বছর হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *