Home বানিজ্য আবারও অস্থির কাঁচামরিচের বাজার, কেজি ২৪০ টাকা
সেপ্টেম্বর ২৮, ২০২৩

আবারও অস্থির কাঁচামরিচের বাজার, কেজি ২৪০ টাকা

দিনাজপুরের হিলিতে ফের বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে এক কেজি কাঁচামরিচ ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনদিন আগেও যা ১৪০ টাকায় বিক্রি হয়েছিল।

ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কাঁচামরিচের আমদানি কমে যাওয়ায় এবং দেশি কাঁচামরিচের উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

জানা যায়, তিনদিন আগেও দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে। আর ভারতীয় কাঁচামরিচ বিক্রি হয়েছিল ১২০ টাকায়। কিন্তু আজ তা বৃদ্ধি পেয়ে ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

কাঁচামরিচ কিনতে আসা আব্দুল খালেক বলেন, বাজার এতো অস্থির কেন? কয়েকদিন আগেও ১৪০ টাকায় কাঁচামরিচ নিলাম, আজ তা ২৪০ টাকা কেজি দরে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি করে।

কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, তিন দিনের ব্যবধানে মরিচের দাম বেশি হয়ে গেছে। ভারত থেকে আমদানি কম হচ্ছে এবং বাজারে দেশি কাঁচামরিচও নেই। তাই দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *