Home বিনোদন টেক্সাসে গাইবেন তাহসান
সেপ্টেম্বর ২৭, ২০২৩

টেক্সাসে গাইবেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। যদিও গত এক বছরে অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছেন তিনি। এ সময় নতুন নাটকে পাওয়া যায়নি তাকে। নিজের এমন সিদ্ধান্তের কথা অবশ্য আগেই জানিয়েছিলেন এই শিল্পী। মূলত গানে মনোযোগ দিতেই অভিনয় থেকে বিরতিতে রয়েছেন এ তারকা। এরমধ্যে নতুন গান নিয়েও হাজির হয়েছেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশের বড় শোগুলোতেও পাওয়া গেছে তাহসানকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্র্যান্ড সেন্টারে ৩০শে সেপ্টেম্বর পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এটি আয়োজন করছে ওয়েভসপার ইভেন্টস। তাহসান ছাড়াও সেখানে পারফর্ম করবেন অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী তারিন ও তানিয়া আহমেদ।

এখানে নিজের জনপ্রিয় গানগুলোতেই পারফর্ম করবেন তাহসান। তিনি বলেন, যেকোনো শোতেই শ্রোতাদের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ হয়। তাই বরাবরই আমার কাছে শো করতে ভালো লাগে। আর দেশের বাইরে শো হলে তো প্রবাসীদের আলাদা একটি আগ্রহ ও কৌতূহল কাজ করে। সেদিক থেকে প্রবাসীদের গান শোনাতে আলাদা একটি আনন্দও পাই। এবারও তাই হচ্ছে। আশা করছি, টেক্সাসে খুব ভালো একটি শো হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *