Home সারাদেশ পারভেজ হাওলাদার’র জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা রাজু’র বৃক্ষরোপন
সেপ্টেম্বর ২৪, ২০২৩

পারভেজ হাওলাদার’র জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা রাজু’র বৃক্ষরোপন

মোঃ বায়জিদ হোসেন 
কয়রা প্রতিনিধি,খুলনা
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার এর জন্মদিন উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি,মিলাদ মাহফিল ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মোঃ বায়জিদ হোসেন
কয়রা খুলনা  প্রতিনিধি
শনিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে সাধারণ সম্পাদক প্রার্থী এস এম রাজিবুল ইসলাম রাজু জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার এর  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কুরআনের হাফেজ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা শরীফ রেজওয়ানুজ্জামান, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা সাব্বির হোসেন মেহেদী, বাগালী ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা রাহানুল , ছাত্রলীগ নেতা হাসিব, আসাফুর,আহাদ, বাহারুল, রিয়াজুল, তানভির,শিহাব, ইয়াছিন, আলিম, সাব্বির,রিয়াজ, নজরুল, সোহেল প্রমুখ।
ছাত্রলীগ নেতা এস এম রাজিবুল ইসলাম রাজু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে।খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পেয়েছে। আজকে পারভেজ ভাইয়ের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ ও ববৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি। আমি চাই এই প্রবণতা অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ুক।
পরে ছাত্রলীগ নেতা এস এম রাজিবুল ইসলাম রাজু’র
উদ্যোগে দেয়াড়া মাদারবাড়িয়া মোড়ল হাফিজিয়া মাদ্রাসায় পারভেজ হাওলাদার এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এলাকাবাসী ও ছাত্রলীগের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *