Home খেলা ফুলপুরে ভাষা সৈনিক এম সামছুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সেপ্টেম্বর ২৩, ২০২৩

ফুলপুরে ভাষা সৈনিক এম সামছুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

হুমায়ুন কবির, তারাকান্দ প্রতিনিধিঃ
মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক এম সামছুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বওলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান,এবং বওলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব দেওয়ান। এই সময় বওলা ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীদের উপচে পরা ভীরে কানায় কানায় পরিপূর্ন ফুটবল মাঠের চারপাশ।ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা।মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা।খেলায় অংশগ্রহণ করেন হালুয়াঘাট একাদশ বনাম ফুলপুর একাদশ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *