Home অপরাধ খাগড়াছড়িতে ভোক্তা অধিকার আইনে জরিমানা
সেপ্টেম্বর ২১, ২০২৩

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার আইনে জরিমানা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাবারে রং মিশ্রণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং খাবার প্যাকেটে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় খাগড়াছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় অবস্থিত ভান্ডারি বেকারিকে এ জরিমানা করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ সদস্যসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, ‘খাবারে রং মিশ্রণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বানানো এবং খাবার প্যাকেটে তারিখ না থাকায় তাদের এ জরিমানা করা হয়। ভেজাল প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *