Home অপরাধ কয়রায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীদের কুপিয়ে যখম
সেপ্টেম্বর ২১, ২০২৩

কয়রায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীদের কুপিয়ে যখম

মোঃ বায়জিদ হোসেন  কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার সদরে পূর্ব শত্রুতার জেরে কপোতাক্ষ কলেজের সামনে দিনদুপুরে এক ব্যবসায়ী  কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ, এসময় উপজেলা মহিলা আ.লীগের নেত্রী ও অন্য দুই জন ব্যবসায়ী গুরুত্বর আহত হয়।
বুধবার  (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে কপোতাক্ষ কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যবসায়ী আবুল হাসান,সোহরাব হোসেন,আবুল হোসেন ও উপজেলা মহিলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
আহত ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন,পাওয়া টাকা চাইলে গতকাল রাতে আমাদের মারধর করে তাই এ বিষয়ে কয়রা সদর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম,সাদিক সানার নেতৃত্বে ১০ থেকে ১২ জন আমাদের উপর দা ও রদ দিয়ে  হামলা করে।অতর্কিত হামলায় আমরা চার জন গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কয়রা থানার ওসি তদন্ত মো.ইমদাদুল হক বলেন, মারামারির সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থালে যেয়ে জানতে পারি আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য হাসপাতালে গেছে।এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *