ফুলপুরে যানজট নিরসনে পুলিশের উচ্ছেদ অভিযান
হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরের পৌর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে থানা পুলিশ।২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ফুলপুর বাসষ্ট্যান্ড এলাকার সড়কের দুপাশের ফুটপাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এইবিষয়ে ফুলপুর থানার(ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান সড়কের দু’পাশে অস্থায়ী দোকান ও গাড়ি থামিয়ে রাখার কারনে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারনের অনেক ভোগান্তি পোহাতে হয়।তাই সড়কের দু’পাশের জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।এধরনের অভিযান অব্যাহত থাকবে।