জবিতে এআইএস বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১৫তম ব্যাচ।
দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টটি জবির নির্মাণাধীন কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ১৩ তম ব্যাচ থেকে শুরু করে ১৭ তম ব্যাচ পর্যন্ত মোট ৫ টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় ১৬তম ব্যাচের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ১৫ তম ব্যাচ জয়লাভ করে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে বিভাগীয় সেমিনারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফিন ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় ছাত্রলীগের সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমি সবসময় চেষ্টা করি আমার বিভাগের শিক্ষার্থীরা যেনো আনন্দে থাকে, বিনোদনে থাকে।আমাদের বিভাগের ছাত্রদের জন্য ইনডোর গেমস এবং জেমনেশিয়াম চালু করার চেষ্টা করছি। তাছাড়াও, বিভাগের স্পোর্টস ক্লাবের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জামাদি পেয়েছি আমরা। সামনে আরও সুন্দর করে টু্র্নামেন্টের আয়োজন করবো।”
বিজয়ী দলের অধিনায়ক ঈসা হাওলাদার বলেন, আমাদের বিভাগের নিয়মিত আয়োজন এই আন্তঃব্যাচ টুর্নামেন্ট। এর মাধ্যমে বিভাগের প্রত্যেকের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়। হার-জিতকে ছাপিয়ে আমরা সবাই খেলাটা উপভোগ করি।