আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে প্রথম দুই ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এ ছাড়া মুশফিক-মিরাজ-তাসকিনদের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকেও প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি। তাদের পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা মাহমুদউল্লাহ, সৌম্যদের সুযোগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের নেতৃত্বে এ সিরিজে মাঠে নামবেন টাইগাররা।
মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে। শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
২০০৮ সালের পর (২০১০-২০১৩) দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৭ ওয়ানডের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছিলেন ব্ল্যাক ক্যাপসর ,যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ: তামিম ইকবাল,লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।