Home রাজনীতি সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা
সেপ্টেম্বর ২০, ২০২৩

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা

চলতি সেপ্টেম্বর মাসে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হলো বঙ্গোপসাগরে। গতকাল মঙ্গলবার সৃষ্টি হওয়া নতুন লঘুচাপ এবং সেই সঙ্গে মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার ও কাল বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। এ সময় বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও বলেছে আবহাওয়া অফিস।

আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। তবে এর খুব প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। আজ এটি স্থলভাগে উঠে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে বৃষ্টি আরও অন্তত দুই দিন থাকবে।

আজ সকাল থেকেই রাজধানীতে মেঘলা আকাশ। তবে মাঝে দু–একবার সূর্যের মুখ দেখা গেছে।

এ কে এম নাজমুল হক বলেন, আজ রাজধানীর আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও আছে। তবে ভারী বৃষ্টি হবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ও কাল অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে।

আগামী দুই দিন আবহাওয়া কেমন যাবে

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আগামী দুই দিনের (বৃহস্পতি ও শুক্রবার) বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাসে বলা হয়েছে, কাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *