Home বিনোদন নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ফেলে দেওয়া টুপি, দাম শুনলে আশ্চর্য হবেন
সেপ্টেম্বর ২০, ২০২৩

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ফেলে দেওয়া টুপি, দাম শুনলে আশ্চর্য হবেন

প্রয়াত পপ-কিংবদন্তি প্রথমবার ‘মুনওয়াক’ নাচের সময় যে কালো রঙের টুপি পরেছিলেন, চার দশক পরে সেটি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর প্যারিসের হোটেল ড্রুট-এ নিলামের জন্য উঠানো হবে সেই টুপিটি। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় ওই টুপিটি পরেছিলেন পপ সুপারস্টার। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। ওই সময় মঞ্চের পাশে টুপিটি ফেলে দিয়েছিলেন তিনি।

অ্যাডাম কেলি নামে একজন ব্যক্তি জ্যাকসনের টুপিটি তুলেছিলেন, তিনি ভেবেছিলেন গায়কের কর্মীরা এটি সংগ্রহ করতে আসবে কিন্তু তারা আসেনি। পরে তিনি এটি বেশ কয়েক বছর ধরে নিজের কাছে রেখেছিলেন।

উল্লেখ্য, আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *