সৈয়দ শামীম রেজার ধারাবাহিক গণসংযোগ
মোঃ জুয়েল শরীফ, স্টাফ রিপোর্টার: ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য
সৈয়দ শামীম রেজা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর সোমবার মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে তিনি উন্নয়নের লিফলেট বিতরন করেন। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইতিমধ্যে তিনি মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানার সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ শামীম রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকা মার্কার মনোনয়ন দেয়,আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব এবং ফরিদপুর ১ আসনের ব্যাপক উন্নয়ন ঘটাবো।