Home অপরাধ রামগড়ে আবারো কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে অপহরণ করল ইউপিডিএফ
সেপ্টেম্বর ১৯, ২০২৩

রামগড়ে আবারো কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে অপহরণ করল ইউপিডিএফ

তাজু কান্তি দে ‘খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড়ে আবারো অপরহরণের ঘটনা ঘটেছে। চাঁদার টোকেন না থাকায় ইউপিডিএফ কর্তৃক রোববার রাতে রামগড়-খাগড়াছড়ি সড়কের দাঁতারামপাড়া নামক স্থান হতে মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে অপহরণ করা হয়েছে।।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দাঁতারামপাড়ায় অপহৃতদের মধ্যে কাভার্ডভ্যান চালকেরর নাম মো. মিন্টু। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড। অপহৃত অপরজন ঐ কাভার্ডভ্যানের হেলপার। তবে তার নাম-ঠিকানা জানা যায় নি।

সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগীর বাচ্চা বাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬৪১) এবং একটি কলাবাহী মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১- ৭৬৯৯) রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছলে ইউপিডিএফের ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে চালক ও হেলপারদের নামিয়ে চাঁদার টোকেন দেখতে চায়। কিন্তু তারা এ টোকেন দেখাতে ব্যর্থ হলে চালক ও হেলপারকে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।

এদিকে, চালক ও হেলপারকে অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও পুলিশ অভিযান শুরু করে। সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে রামগড়ের বনবীথি এলাকা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অপহৃতদের উদ্ধার করা যায়নি।

সূত্র জানায়, অপহরণকারীরা অপহৃত ২ জনের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেছে। সূত্র আরও জানায়, সিপি ফিড মিল লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপহৃতদের উদ্ধারে অপহরণকারীদের সাথে যোগাযোগ করছে।

রামগড় থানার ওসি(তদন্ত) মো. ফকরুল ইসলাম বলেন, রোববার সারারাত বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান চালায়। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, রাতে অভিযানকালে বনবীথি এলাকা হতে সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পাওয়া গেছে। পুলিশ রোববার রাতেই অপহৃত চালকের কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর একই সড়কের যৌথ খামার হতে কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের ২ চালক ও ২ হেলপারকে অপহরণ করে ইউপিডিএফ। পরে মুক্তিপণ আদায় করে ৮ ঘণ্টা পর অপহৃতদের ছেড়ে দেয় ওই সন্ত্রাসীরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *