Home সারাদেশ ডিএমপির ডিসি-এডিসিসহ ৭ কর্মকর্তাকে বদলি
সেপ্টেম্বর ১৭, ২০২৩

ডিএমপির ডিসি-এডিসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ বিভাগ) ডিসি এ.বি.এম মাসুদ হোসনকে ডিবি মিরপুর বিভাগের ডিসি হিসেবে এবং ডিবি মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দারকে ডিএমপির প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, পৃথক আরেক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *