Home বিনোদন আমিই শাকিব খানের ৩ নম্বর বউ হব’
সেপ্টেম্বর ১৭, ২০২৩

আমিই শাকিব খানের ৩ নম্বর বউ হব’

ঢালিউড কিং শাকিব খানের ৩ নম্বর বউ হতে চান কলকাতার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা স্যান্ডি সাহা। ‘এমটিভি রোডিস এক্সট্রিম’-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন স্যান্ডি। বর্তমানে টিভি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজেও বেশ পরিচিত মুখ তিনি।

একটি অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন তিনি। সেখানে প্রেম নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সম্প্রতি এক বাংলাদেশির প্রেমে পড়েছেন তিনি। এতদিন ধরে অনেকের বউ হবেন বলে মজা করলেও এবার সিরিয়াসলি একজনের প্রেমে পড়েছেন।

বাংলাদেশের কোনো সেলিব্রিটি তার ক্রাশ আছে কিনা, এ বিষয়ে জানতে চাওয়া হলে স্যান্ডি বলেন, ‘আছে মানে, অবশ্যই শাকিব খান। ৩ নম্বর বউ আমিই হব। এর আগে অনেকবার মজা করে হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি তা মজা করেই বলেছি। তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস। আমি ৩ নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তা হলে আজকেই বিয়ে করব শাকিব খানকে।’

‘বিবাহ অভিযান’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন স্যান্ডি।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

আর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। সেই ঘরেও ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *