Home বিনোদন পূজা গ্রামের কিশোরী বুচি, সুপারস্টার জায়েদ খানের ভক্ত
সেপ্টেম্বর ১৭, ২০২৩

পূজা গ্রামের কিশোরী বুচি, সুপারস্টার জায়েদ খানের ভক্ত

গ্রামের কিশোরী বুচি। নায়িকা হওয়ার স্বপ্ন তার। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। ঘরে আয়নার সামনে শাকিব খান, জায়েদ খান, বাপ্পীসহ প্রিয় নায়কদের ছবি সাঁটিয়ে রেখেছে সে।

বুচি একদিন জানতে পারে, ওই এলাকায় নায়ক জায়েদ খান ও নায়িকা নিঝুম রুবিনা শুটিং করতে আসছেন। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য শুটিং স্পটে ছুটে যায় বুচি কিন্তু নিরাপত্তাকর্মীদের কারণে কাছে যেতে পারে না—এটি লিপিস্টিক ছবির গল্প। এই বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।
জায়েদ খানের ভক্ত প্রসঙ্গে পূজা চেরি  বলেন, ‘এটি তো সিনেমার গল্প। তবে বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনেও এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখা  পোকা। সিনেমার  রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাঁদের। এই ছবিতে বুচিও এমন।’
তিনি আরও বলেন, গল্পে একদিন এভাবেই বুচিও শহরে এসে  সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে।

জায়েদ খান
জায়েদ খানছবি : ফেসবুক

এবার সায়ন্তিকাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবেন না প্লিজ: জায়েদ খান

এবার সায়ন্তিকাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবেন না প্লিজ: জায়েদ খান

এই ছবির গল্পের একাংশের মধ্যে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র।

চিত্রনায়িকা পূজা চেরি
চিত্রনায়িকা পূজা চেরিপূজা চেরির সৌজন্যে

এ ব্যাপারে জায়েদ খান বলেন, ‘এটি একটি সম্মানের চরিত্র। বড় বাজেটের একটি ছবিতে বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। হলিউড–বলিউডেও বড় বড় তারকাকে এ ধরনের অতিথি চরিত্রে দেখা যায়।

ঢাকা বিমানবন্দরে নেমে আবার কক্সবাজার ফিরে গেলেন জায়েদ খান

তা ছাড়া ছবির গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবেই দেখানো হয়েছে আমাকে। এ কারণে কাজটি করছি।’

জায়েদ খান
জায়েদ খানফেসবুক থেকে

ঢাকার অদূরে আমিন বাজার এলাকায় আজ রোববার থেকে ছবির এই অংশের শুটিং শুরু হয়েছে।
জায়েদ খান জানান, আগামীকাল পর্যন্ত তাঁর অংশের শুটিং হবে।
ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

পূজা চেরি
পূজা চেরিফেসবুক থেকে

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *