Home অপরাধ রামগড় থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ১ আসামি গ্রেফতার।
সেপ্টেম্বর ১৬, ২০২৩

রামগড় থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ১ আসামি গ্রেফতার।

তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
“মাদক কে না বলুন” এই স্লোগানে অবৈধ মাদক দ্রব্য ও চোরা কারবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ও সহযোগিতায় এবং অতিরিক্ত পুলিশ সুপার,  রামগড় সার্কেল জনাব মো: নাজিম উদ্দীন ও রামগড় থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক(তদন্ত) সাহেবের প্রত্যক্ষ তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফরহাদুর হক, এসআই(নিঃ) হারুন অর রশিদ. এসআই(নিঃ) মোঃ সামছুল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকায় অবস্থিত রামগড় সরকারী ডিগ্রি কলেজের ১ম গেইটের সামনে পাকা রাস্তার উপরে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ  সোহেল(৩০), পিতা—আঃ গনি, মাতা—খতিজা বেগম,সাং—তিনট্যহরী বাজার,থানা—মানিকছড়ি, বর্তমান ঠিকানা—দক্ষিন গর্জনতলী, মসজিদের পাশে, ইসহাকের বাড়ী, ০৩নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা—রামগড়, জেলা—খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *