Home জেলা রাজনীতি শেখ হাসিনার সঙ্গে সুনাকের সেই ছবি নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি
সেপ্টেম্বর ১৬, ২০২৩

শেখ হাসিনার সঙ্গে সুনাকের সেই ছবি নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

বর্তমানে গণমাধ্যমগুলোতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গুণগান ছাড়া আর কিছুই দেখা যায় না বলে মন্তব্য করেছেন এই সময়ের আলোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে সুনাক, ছবি ভাইরাল

এ সময় সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের গুণগান সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে।’
জি-২০ সম্মেলনের পর বিশ্বদরবারে আওয়ামী লীগের ভাবমূর্তি এখন কেমন? —এবিষয়ক আলোচনায় সাবেক এই সংসদ সদস্যের সঙ্গে আলোচক হিসেবে আরও ছিলেন ডিবিসির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

আলোচনার একপর্যায়ে সরকার দলের সমর্থকদের কটাক্ষ করতেও ছাড়েননি একসময় আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই রাজনীতিক।
শেখ হাসিনা হচ্ছেন হিমালয়ের সমান বিশাল এবং তার নিচে খুবই ছোট হচ্ছেন ঋষি সুনাক, বাইডেন উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের চিন্তাচেতনা একটা জায়গায় বাধা আছে।’

আওয়ামী লীগের ভাবমূর্তি, সুশাসন এবং আইনের শাসন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের বিচারব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

সরকারি কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাদের নিয়েও কথা বলেন গোলাম মাওলা রনি। অতি সম্প্রতি ছাত্রলীগ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে তিনি ‘সমাজের একটি পচনশীল দিক’ উল্লেখ করে বলেন, ‘সরকারকে উচিত এটা কঠিন হাতে দমন করা।’

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের প্রসঙ্গে সোজাসাপ্টা উত্তর দিতে গিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘রাজনীতি করতে হলে টিকে থাকতে হবে। ছাত্রলীগ করলে যে ছাত্রদল করা যাবে না তা না। দল পরিবর্তনের বড় বিষয় নয়।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *