Home অপরাধ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় উল্টে গেছে বাস
সেপ্টেম্বর ১৬, ২০২৩

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় উল্টে গেছে বাস

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার ওসমানীপল্লী এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস (চট্টমেট্টো-জ ১১-০১৮৫) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চট্টগ্রামগামী লোকাল বাস প্রধান সড়কের মাঝখানে উল্টে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ধরে বড় যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেকিং করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে লোকাল বাসের ৮-১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকেরা আহতের চিকিৎসা দেন এবং গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার  সাহেরা খাতুন(৬৫)কে চমেক হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, আহতের মধ্যে সাহেরা খাতুন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাস দুই ঘণ্টার অধিক সময় সড়কে পড়ে থাকায় দু’পাশ জুড়ে প্রায় শতখানেক বাস-জীপ, সিএনজি অটোরিকশা জ্যাম পড়ে আছে। এতে শত শত যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. আনচারুল করিম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দু’পাশে অনেক গাড়ি আটকা পড়েছে। বাসটি কিছুটা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *